মুনিয়ার মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় কারও অপরাধ থেকে থাকলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ধানমণ্ডির বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী আইন চলবে। যে অপরাধী হয়, তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, বিষয়টি যেহেতু তদন্তাধীন, তা শেষ হলেই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

সোমবার রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। মুনিয়া রাজধানীর একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরে তার বোন নুসরাত জাহান তানিয়া গুলশান থানায় ‘আত্মহত্যায় প্ররোচনার’ মামলা দায়ের করেন। মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে একমাত্র আসামি করা হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মঙ্গলবার আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।

স্বজন ও পুলিশ জানিয়েছে, মুনিয়া দুই মাস ধরে গুলশানের ফ্ল্যাটটিতে থাকতেন। মাসে ভাড়া এক লাখ টাকা, সার্ভিস চার্জ হিসেবে আরও ১১ হাজার টাকা খরচ হতো। এই টাকা আনভীর বহন করতেন। সেখানে তার নিয়মিত যাতায়াতের তথ্যও মিলেছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.