আজ থেকে বক্ষব্যাধি হাসপাতালে চালু হচ্ছে করোনা ইউনিট

রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের জাতীয় অ্যাজমা সেন্টারের তৃতীয় এবং চতুর্থ তলায় করোনা ইউনিট প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এ ইউনিট উদ্বোধন করবেন।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ইউনিটের এখানে ১৫০ শয্যা রয়েছে। এর মধ্যে তৃতীয় তলায় ১০টি আইসিইউ শয্যা এবং চতুর্থ তলায় পৃথক সাতটি বড় কক্ষে ১৪০টি সাধারণ শয্যা রয়েছে। এসব শয্যায় সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে। প্রতিটি কক্ষে রয়েছেন নার্স।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সায়েদুল ইসলাম বলেন, দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধির কারণে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে চালু করা হচ্ছে এই ১৫০ শয্যার ইউনিট। বিকেলে উদ্বোধনের পরপরই ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.