ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার চালকসহ তিনজনের

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে জেলার তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের বিসকা ইউনিয়নের খিচা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তর গুজিরকোনা এলাকার শহীদ মিয়া (৩৩), একই উপজেলার রামনগর এলাকার খলিল (৩২) এবং আলমপুর বালুচর এলাকার মাসুম (৩৬)। শহীদ মিয়া অটোরিকশার চালক এবং বাকি দুইজন যাত্রী।

পুলিশ জানায়, বিসকা ইউনিয়নের খিচা নামক স্থানে সকালে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী ট্রাক ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও অপর যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাদেরও মৃত্যু।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অটোরিকশাটি ধান কাটা শ্রমিক নিয়ে দুর্গাপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিল। অন্যদিকে ট্রাকটি ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.