একনজরে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি মঙ্গলবার (২৭ এপ্রিল) শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিগুলো। মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত ওই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি ৪টি হচ্ছে ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও ম্যারিকো বাংলাদেশ।

পাঠকদের সুবিধার্থে সংক্ষেপে কোম্পানি ৪টির লভ্যাংশের তথ্য দেওয়া হল এই রিপোর্টে। বিস্তারিত জানতে অর্থসূচকে প্রকাশিত কোম্পানিগুলোর লভ্যাংশ নিয়ে প্রকাশিত আলাদা নিউজ পড়া যেতে পারে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

সর্বশেষ বছরের জন্য ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

এবি ব্যাংক লিমিটেড

সর্বশেষ বছরের জন্য এবি ব্যাংক শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

সর্বশেষ বছরের জন্য এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ম্যারিকো বাংলাদেশ

সর্বশেষ বছরের জন্য ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.