করোনায় আরও ৮৮ মৃত্যু, শনাক্ত ৩৬২৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮৬৯ জনে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৬২৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনে।

গত ৭ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ৪০১৪, ৪২৮০, ৪৫৫৯, ৪২৭১, ৩৬৯৮, ৩৪৭৩ ও ৪৪১৭ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৩৯ হাজার ৭০৩ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ১৪ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

গতকাল দেশে ২৭ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৫৩ লাখ ৪ হাজার ৫৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৩ দশমিক ৯৫ শতাংশ পজিটিভ।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ৩৬২৯ জন

মোট আক্রান্তের সংখ্যা: ৭৩৯৭০৩জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ৮৮ জনের

মোট মৃত্যু হয়েছে: ১০৮৬৯ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৭২৬৬ জন

মোট সুস্থ হয়েছেন: ৬৪২৪৪৯ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮ জন মারা গেছেন। সোমবার (১৯ এপ্রিল) করোনায় মারা যান ১১২ জন, যা এযাবতকালের সর্বোচ্চ মৃত্যু। এর আগে রোববার (১৮ এপ্রিল) দেশে করোনায় মারা যান ১০২ জন। শনিবার (১৭ এপ্রিল) ও শুক্রবার (১৬ এপ্রিল) দেশে করোনায় মারা যান ১০১ জন।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ৯৮, ৯৫, ৯১, ১১২, ১০২, ১০১ ও ১০১ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ হাজার ২২৫ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.