মক্কার গ্র্যান্ড মসজিদে প্রথমবারের মতো নারী গার্ড

প্রথমবারের মতো নারী গার্ডকে দায়িত্ব পালন করতে দেখা গেছে সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে। সৌদি সরকার সাম্প্রতিক সময়ে যে সংস্কার চালাচ্ছে, তারই অংশ হিসেবে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ বলে জানা গেছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৯ এপ্রিল) নারী নিরাপত্তা অফিসারদের ডিউটিরত ছবি প্রকাশ করেছে।

ছবিতে দেখা যাচ্ছে, নারী গার্ডরা নিরাপত্তা বাহিনীর পোশাক পরে রয়েছেন। তারা ইবাদতকারী ও হাজিদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন। তবে এসব কিছু করার সময় প্রয়োজনীয় সুরক্ষা সব ব্যবস্থা নিয়েই দায়িত্ব পালন করছেন তারা।

ওই ছবি পোস্ট করে টুইটারে এক টুইটে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেখে, হজ ও ওমরাহ’র নিরাপত্তার দায়িত্বে থাকাদের ছবি। সৌদি আরবে নারীর অধিকার আরও বেশি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরই অংশ হিসেবে আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীতে নারীদের পদোন্নতি দেওয়া হচ্ছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.