দেশে একদিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড

করোনা মহামারির তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এ অবস্থায় বিগত বেশ কিছুদিন ধরে দেশে করোনা রোগী শনাক্তের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত বেশ বেড়েছে। তবে এ সময় করোনায় মৃত্যু কিছুটা কমেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সাত হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) করোনা রোগী শনাক্ত হয় সাত হাজার ২১৩ জন।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ৭২১৩, ৭০৭৫, ৭০৮৭, ৫৬৮৩, ৬৮৩০, ৬৪৬৯ ও ৫৩৮৫ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৪ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ২২ দশমিক ০২ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

গতকাল দেশে ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত দেশে মোট ৪৮ লাখ ৮২ হাজার ৬০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৩ দশমিক ৫০ শতাংশ পজিটিভ।

আজ বুধবার (০৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ৭৬২৬ জন

মোট আক্রান্তের সংখ্যা: ৬৫৯২৭৮ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ৬৩ জনের

মোট মৃত্যু হয়েছে: ৯৪৪৭ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৩২৫৬ জন

মোট সুস্থ হয়েছেন: ৫৬১৬৩৯ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩ জন মারা গেছেন। গতকাল মঙ্গলবার মারা যান ৬৬ জন, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে বৃহস্পতিবার (০১ এপ্রিল) করোনায় মারা যান ৫৯ জন।

গত বছরের ৩০ জুন দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর চলতি বছরের ০৩ এপ্রিল মারা যান ৫৮ জন। এছাড়া গত বছরের ২৬ জুলাই ও ২৬ আগস্ট দেশে ৫৪ জনের মৃত্যু হয়।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ৬৬, ৫২, ৫৩, ৫৮, ৫০, ৫৯ ও ৫২ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ৪৪৭ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন হাজার ২৫৬ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৬১ হাজার ৬৩৯ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৯ শতাংশ।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.