নিষেধাজ্ঞার বেড়াজালে চীন-ইইউর পাল্টাপাল্টি পদক্ষেপ

ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতদের তলব করেছে এই জোটের বহু সদস্য দেশ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর বেইজিং পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করার পর ইইউ এই পদক্ষেপ নিল।

এর আগে চীনের পশ্চিমাঞ্চলীয় সিংকিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ’র এই পদক্ষেপের প্রতিবাদ জানাতে চীন ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করে। এরপর ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। এর প্রতিবাদ জানাতে জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম ও সুইডেনসহ ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো চীনের রাষ্ট্রদূতদেরকে তলব করে।

মানবাধিকার ইস্যুতে চীন এবং ইইউ পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করলেও তাইওয়ান ও হংকং নিয়েও দুই পক্ষের মধ্যে ব্যাপক টানাপড়েন রয়েছে। ফ্রান্সের কয়েকজন সংসদ সদস্য শিগগিরি তাইওয়ান সফরে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে খবর বের হয়েছে। সম্ভাব্য এই বৈঠকের বিরুদ্ধে ফ্রান্সকে সতর্ক করে দিয়েছে চীন।

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.