তৌকীরের ‘স্ফুলিঙ্গ’র রেকর্ড

শুক্রবার (২৬ মার্চ) তৌকীর আহমেদের নতুন চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেতে যাচ্ছে। করোনাকালীন যেসব সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো কোনোটি ২০ টি বা আবার কোনোটি ২৫ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তবে জনপ্রিয় নির্মাতা তৌকীর আহমেদ তার নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’ মুক্তি দিতে চলেছেন সর্বোচ্চ প্রেক্ষাগৃহে।

শুক্রবার (২৬ মার্চ) রাজধানী সহ দেশের ৩৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘স্ফুলিঙ্গ’। সিনেমাটি মুক্তির পরিবেশনা করছে দ্য অভি কথা চিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার অভি  বলেন, মোট ৩৫ সিনেমা হলে মুক্তি পাচ্ছে স্ফুলিঙ্গ। মঙ্গলবার পর্যন্ত ৩০ হল চূড়ান্ত ছিল। তবে বুধবারের মধ্যে আরো পাঁচটি হল বেড়েছে।

তিনি বলেন, করোনাকালীন চালু আছে ৫০ টির মতো সিনেমা হল। প্যান্ডামিকের মধ্যে যেকটা সিনেমা মুক্তি পেয়েছে কোনো সিনেমাই ৩৫ হল পায়নি। এ ক্ষেত্রে স্ফুলিঙ্গ সর্বোচ্চ সিনেমা হল পেয়েছে।

‘স্ফুলিঙ্গ’র সিনেমার প্রেক্ষাপট একটি ব্যান্ড দলকে ঘিরে। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তৌকীর আহমেদ।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পরীমনি, রওনক হাসান, শ্যামল মাওলা, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, হাসনাত রিপন প্রমুখ।

অর্থসূচক/এএ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.