বাবার অনুপস্থিতিতে চায়ের দোকান চালান ফারিন!

তাসনিয়া ফারিন একজন চা বিক্রেতা। বাবার অনুপস্থিতিতে তিনি চায়ের দোকানটি চালান। অন্যদিকে তৌসিফ মাহবুব একজন ফেরিওয়ালা। যিনি তিনশো টাকার এনার্জি বাল্ব বিক্রি করেন মাত্র ১০০ টাকায়। একদিন তাদের দু’জনের দেখা হয়, এরপর পরিচয় আর সবশেষ প্রেম। এমনই এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘তিনশো টাকার প্রেম ১০০ টাকা’।

মুনতাহা বৃত্তার গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন আলমগীর রোমান। গতকাল থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে রাজধানীর টঙ্গী রেলস্টেশনের পাশেই। চলবে আরও একদিন।

তাসনিয়া ফারিন বলেন, নাটকের নামেই কিন্তু গল্পের কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। এতে আমি অভিনয় করেছি একজন চা বিক্রেতার চরিত্রে। আর আমার সহশিল্পী তৌসিফ মাহবুবকে দেখা যাবে একজন ফেরিওয়ালার ভূমিকায়। রোমান্টিকতার বাইরেও এই নাটকে একটা স্ট্রং মেসেজ আছে। ওটাই হচ্ছে নাটকের আসল টুইস্ট। এর জন্য নাটকটি দেখতে হবে।

নির্মাতা আলমগীর রোমান জানান, ‘তিনশো টাকার প্রেম ১০০ টাকা’ নাটকটি প্রচার হবে আসন্ন ঈদে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। এরপর এটি অবমুক্ত হবে ইউটিউবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.