মার্কেন্টাইল ব্যাংকে রফতানি বাণিজ্য ও ইএক্সপি রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘রফতানি বাণিজ্য ও ইএক্সপি রিপোর্টিং’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান কার্যালয় ও এডি শাখাসমুহের সংশ্লিষ্ট ডেস্কে কর্মরত ৬৩ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ কোর্সটি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ইএক্সপি রিপোর্টিং সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স যথাযথভাবে পরিপালনের জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশ দেন।

প্রশিক্ষণে মূল সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর মো. মোকাদ্দেম আহমেদ। এছাড়া, ব্যাংকের আইডি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান এস. এম. মাহবুবুল আলম সমাপনী বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

অর্থসূচক/কেএসআর

মন্তব্য
Loading...