করোনা ঊর্ধ্বগতিতেও মাস্ক ব্যবহারে অনীহা (ফটোস্টোরি)

টানা দুইমাস করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিগত কয়েকদিন ধরে ফের বেড়েছে সংক্রমণ। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহারে জোর দিচ্ছে সরকার। তবে অনেকের মধ্যেই এখনো মাস্ক ব্যবহারে অনীহা লক্ষ্য করা যাচ্ছে।কর্মক্ষেত্রে যাতায়াত বা নানা প্রয়োজনে বাইরে বের হলেও মাস্ক পরার ক্ষেত্রে উদাসীন। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা।

টিএসসিতে বসে বন্ধুদের সাথে আড্ডা, তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন।

রিক্সায় যাতায়াতের সময় চালকের মুখে মাস্ক থাকলেও আরোহীদের মাস্ক ব্যবহারে কোন আগ্রহ নেই। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা।

বান্ধবীদের সাথে সেলফি তোলায় ব্যস্ত- এ সময় মাস্ক ব্যবহার কি মানায়! ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা।

জনগণের মধ্যে মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে রোববার থেকে মাঠে নেমেছে পুলিশ। তবে সঠিক নিয়মে মাস্ক ব্যবহার না করেই কাজ করছেন এক নারী পুলিশ সদস্য।

ছবি: মেহেদী হাসান রানা।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.