শুধুমাত্র বিদেশিদের এনে সরকার সুবর্ণজয়ন্তী পালন করছে: মোশাররফ

শুধুমাত্র বিদেশিদের এনে সরকার সুবর্ণজয়ন্তী পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২০ মার্চ) কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে এই সভা হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘মুক্তিযুদ্ধ এই দেশের গুটি কয়েকজন নয়, সকলে করেছে। কিন্তু আজ জনগণ এই স্বাধীনতার ৫০ বছরের উৎসব যদি করতে না পারে তাহলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন হয় না। শুধুমাত্র বিদেশিদের এনে আজকে সুবর্ণজয়ন্তী পালন করছে সরকার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এটা জনগণের অনুষ্ঠান। সেই জনগণকে আজকে ঘরে বন্দি রেখে কিছু বিদেশিদের এনে সার্টিফিকেট দিয়েছে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের অবস্থা তো গোল্লায় যাচ্ছে। মোটা চালের দাম ৫২ টাকা। আর বিদেশ থেকে প্রতিদিন একেকটা ধরে নিয়ে আসছে। আর তারা প্রথম কথা বলছে, বাংলাদেশের অগ্রগতি দেখবার মতো। কেবল জিডিপি মানে দেশের অর্থনীতির উন্নতি না। করোনার আগে দরিদ্র লোকের সংখ্যা শতকরা ২১ ভাগ, এখন ৪২ ভাগ।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাটের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকনসহ প্রয়াত নেতা কে এম ওবায়দুর রহমানের মেয়ে ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.