বইমেলায় সুজাতার ৩ বই

দর্শকনন্দিত ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সুজাতা। মূল নাম তন্দ্রা মজুমদার, এখন লোকে ‘সুজাতা আজিম’ নামেই চেনে। রূপালি পর্দার প্রথম ‘রূপবান’ তিনি। ১৯৬৫ সালের ‘রূপবান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত।

বর্ণাঢ্য ক্যারিয়ারে এ অভিনেত্রীর কোনো অতৃপ্তি কিংবা আক্ষেপ নেই। তিনি পরিপূর্ণ। অভিনয়ে বিশেষ অবদানের জন্য এই বছর একুশে পদকে মনোনীত হয়েছেন তিনি।

সুজাতা ২০১৯ সাল থেকে লেখালেখিতে জড়িত। বইমেলায় প্রতি বছরই নতুন বই প্রকাশ করেন। এবারের বইমেলায়ও থাকছে তার তিনটি বই। একটি আত্মজীবনী, অন্য দুটি ‘রূপবানের কথা’ ও ‘মেঘলা আকাশ’ নামে উপন্যাস।

সুজাতা বলেন, নিজের আত্মজীবনী লিখে ভীষণ তৃপ্তি পেয়েছি। অনেক কথা বলার ছিল। না বলা কথাগুলো অনেক যত্ন নিয়ে নিজের আত্মজীবনীতে লিখেছি। বই দুটিতেও থাকবে অজানা অনেক তথ্য। যা থেকে তরুণ প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। আমার বিশ্বাস বইগুলো অনেকেরই কাজে আসবে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.