আগামী আইপিএলে নতুন দল

দুটি দল বাড়িয়ে আগামী ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেবে ১০টি দল। এ বছরের মে মাসে সেই দল দুটি নিলামের মাধ্যমে নিজেদের দল গঠন করবে। এমনটাই জানিয়েছেন বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একজন উর্ধ্বতন কর্মকর্তা।

এবারের আইপিএল অনুষ্ঠিত হবে এ বছরের ৯ এপ্রিল। যেখানে অংশ নিচ্ছে ৮টি দল। যদিও এ বছরের আইপিএল থেকেই ১০ দল অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা ও এর সঙ্গে সংশ্লিষ্ট নানা জটিলতার কারণে আর দল বাড়ায়নি বিসিসিআই।

গতকাল (১৩ মার্চ) ২০২১ আইপিএল আয়োজনের ব্যাপারে একটি সভা করে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলিসহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা। আর সেখানেই দুটি দল বাড়িয়ে ১০ দলের আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের সেই কর্মকর্তা জানান, ‘আগামী বছর থেকে আইপিএলে ১০ দল দেখা যাবে। এ বছরের মে মাসে দল দুটির নিলাম প্রক্রিয়া ও চূড়ান্তকরণ করা হবে। মে মাসের মধ্যেই নতুন দুইটি ফ্র‍্যাঞ্চাইজির নাম জানা যাবে। দল দুইটি ঠিক হয়ে গেলে তারা চাইলে যথাযথ সময়ের মধ্যে নিজেদের প্রক্রিয়াভিত্তিক কাজ শুরু করে দিতে পারে।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.