শেষ হল গতি সঞ্চারের সপ্তাহ

কয়েক সপ্তাহ ঝিমানোর পর গত সপ্তাহে কিছুটা গতি ফিরে পেয়েছিল দেশের পুঁজিবাজার। সর্বশেষ সপ্তাহেও এই গতি বজায় ছিল বাজারে। এই সময় বাজারে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। বেড়েছে বাজারমূলধন।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৫৩ দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে। আগের সপ্তাহে তা ৯৯ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছিল। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৫১৫ দশমিক ৭৮ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৫ হাজার ৫৬৮ দশমিক ৮৬ পয়েন্টে উঠে এসেছে।

গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়েছে। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে শরীয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ১৭ দশমিক ১৭ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৩ টির, কমেছে ১৬৬ টির। আর ৮৯ টির দাম ছিল অপরিবর্তিত। অন্যদিকে ৪টি কোম্পানির কোনো শেয়ার কেনাবেচা হয়নি আলোচিত সপ্তাহে।

গত সপ্তাহেও বাজারে লেনদেন বেড়েছে। এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক ৮৬৬ কোটি ১৭ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে, আগের সপ্তাহেও যার পরিমাণ ছিল ৭১৯ কোটি ১৯ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ২০ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.