বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বুধবার (১০ মার্চ) এক বিবৃতিতে দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেটে বোর্ড।

এদিকে বাঁ হাতের কনুইয়ের পুরোনো ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে তাঁর পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। নিউজিল্যান্ডের ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন- ডেভন কনওয়ে, উইল ইয়ং ও ডেইরি মিচেল। ফিট থাকায় দলে জায়গা পেতে সমস্যা হয়নি মার্টিন গাপটিলের। তবে ইনজুরির কারণে দলে জায়গা পাননি কলিন ডে গ্র্যান্ডহোম ও লুকি ফার্গুসনের।

গেল বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল কনওয়ের। এরপর থেকে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অপরাজিত ৯৯ রানের ইনিংসও খেলেছেন তিনি। ফলে ওয়ানডে দলে জায়গা পেতে খুব বেশি অসুবিধা হয়নি তাঁর।

এদিকে ২০১৯ সালে কাঁধের ইনজুরিতে পড়ার আগে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুইটি সেঞ্চুরি করেছিলেন ইয়ং। ওয়ানডেতে সুযোগ না হলেও গেল বছর নিউজিল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন তিনি। এবার রঙিন পোশাকেও সুযোগ মিললো তাঁর। ২০ মার্চ ডানেডিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে নামবে নিউজিল্যান্ড। এরপর ২৩ ও ২৬ মার্চ হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ৫০ ওভারের ক্রিকেটের লড়াই শেষে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

নিউজিল্যান্ডের স্কোয়াড: টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ডেইরি মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর ও উইল ইয়ং।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.