ইন্দোনেশিয়ায় স্কুলশিক্ষার্থীদের বাস খাদে, নিহত ২৭

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি খাড়া গিরিখাতে বাস পড়ে গেলে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থী রয়েছে। তারা বাসটিতে করে ভ্রমণ করছিল।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) এএফপি-কে পুলিশ এবং উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় আরও ৩৯ জন আহত হয়েছে। দেশটির জাভা দ্বীপে বুধবার রাতে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান ইকো প্রাসেতিয়ো জানিয়েছেন, বাসটি ইসলামিক জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষার্থীদের বাবা-মাকে নিয়ে পশ্চিম জাভা প্রদেশের সুবাং শহর থেকে যাত্রা করেছিল।

তিনি জানিয়েছেন, বাসটি সুবাং থেকে তাসিকমালয়া জেলার একটি মাজারের উদ্দেশে রওনা করেছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়।

পুলিশ এই ঘটনা তদন্ত করছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

কর্তৃপক্ষ জানায়, বাসটি ২০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যায়। এ সময় রাস্তায় আলোর স্বল্পতা এবং বাসটিতে ৬৬ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে চালক ও কিশোর যাত্রী রয়েছে।

বন্দাং উদ্ধার সংস্থার কর্মকর্তা মমাং ফাতমোনো এএফপি-কে বলেন, ‘নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক লোকজন রয়েছে।’

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.