মশা এই মুহূর্তে সবচেয়ে বড় থ্রেট: মেয়র আতিক

মশা এই মুহূর্তে সবচেয়ে বড় ‘থ্রেটেনিং’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (৬ মার্চ) রাজধানীর বনানীতে শহীদ যায়ান চৌধুরী মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, এখন কিউলেক্স মশার উপদ্রব অনেক বেড়েছে। তাই আগামী ৮ মার্চ ডিএনসিসির সব কর্মকর্তা, মশক নিধনকর্মী, মশক নিধনের যন্ত্রপাতি, পরিচ্ছন্নতাকর্মী ডিএনসিসির মিরপুর-২ অঞ্চলে (অঞ্চল-২) নিয়ে যাওয়া হবে। তারপর সমন্বিত মশকনিধন অভিযান পরিচালনা করা হবে। এটি হবে অঞ্চলভিত্তিক ক্র্যাশ প্রোগ্রাম।

এর পরের দিন মিরপুর-১০ অঞ্চলে (অঞ্চল-৪) অভিযান পরিচালিত হবে। এভাবে ডিএনসিসির ১০টি অঞ্চলে ১৬ মার্চ পর্যন্ত (শুক্রবার ব্যতীত) এই ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে।

তিনি বলেন, একটি অঞ্চলে মোট ১ হাজার ৪০০ মশক নিধনকর্মী কাজ করবে। ১৬ মার্চ প্রথম দফা ক্র্যাশ প্রোগ্রাম শেষ হওয়ার পরে একদিন বিরতি দিয়ে আবার ক্র্যাশ প্রোগ্রাম শুরু হবে। একদল বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদ থাকবেন। তারা ক্র্যাশ প্রোগ্রামটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি-না তা মনিটরিং করবেন এবং মশার কীটনাশকের কার্যকারিতা পরীক্ষা করবেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.