আন্দোলনে লাঠি ব্যবহার করলে কেড়ে নেওয়ার হুমকি গয়েশ্বরের

গণতান্ত্রিক আন্দোলনে লাঠি ব্যবহার গণতন্ত্রের ওপর হুমকি, যা নেতাকর্মীরা সহ্য করবে না, তারা লাঠি কেড়ে নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, আন্দোলনের অনেক পথ আছে, রাজপথে বাধা দিলে বিকল্প রাস্তা বেছে নেবে নেতাকর্মীরা। বিকল্প পথ বেছে নিলে পরিস্থিতি খুব ভালো হবে না।

কারাগারে নিহত লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবাদ জানিয়ে আজ শনিবার (০৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন গয়েশ্বর। এ সময় নিরাপত্তা দেওয়ার নামে বাড়াবাড়ি না করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দেশে গুম-খুন চলছে জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। এভাবে দেশের স্বার্থ না দেখে বিদেশি স্বার্থে কাজ করার জন্য দেশ স্বাধীন করা হয়নি। তাই দেশের গুম-খুন বন্ধে সকল শ্রেণিপেশার মানুষকে এক হওয়ার আহ্বান জানান গয়েশ্বর।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.