ভালো নেই বেসবাবা সুমন, নিতে হবে জার্মানিতে

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’র প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমনের (বেসবাবা সুমন) শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। উন্নত চিকিৎসার জন্য গত বছরই তার জার্মানিতে যাওয়ার কথা ছিল। করোনার কারণে আটকে আছে তার চিকিৎসা।

যার ফলে দিন দিন তার অসুস্থতা বাড়ছে। অর্থহীন ব্যান্ডের সদস্য শিশির আহমেদ জানান, সুমনের শারীরিক অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। তার স্পাইনাল কডের ব্যথা আরও বেড়েছে। খাওয়া-দাওয়া অনেক কমিয়ে দিয়েছেন। চলাফেরা করতেও সমস্যা হচ্ছে এবং বেশিক্ষণ বসে থাকাও তার জন্য কঠিন হয়ে পড়েছে।

মঙ্গলবার ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন সুমন। সেখানে সুমন লিখেছেন ‘আমার শরীর ভালো নেই। দোয়া করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’

তিনি আরও লিখেন, ‘এটা আমার বর্তমান সময়ের ছবি, কোয়ারেন্টিন জীবন।’

বিষয়টি নিয়ে অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ জানান সুমন ভইয়ের অবস্থা সংকটাপন্ন নয়। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। স্পাইনাল কর্ডের ব্যথা বেড়েছে। অপারেশনের জন্য তার জার্মানি যাওয়া প্রয়োজন।

বেসবাবা সুমনের রক-সংগীতের জীবন শুরু করেন ১৯৮৬ সালে ‘ফ্রিকোয়েন্সি’ ব্যান্ড গঠনের মাধ্যমে। ১৯৯৭ সালে যোগ দেন ব্যান্ড ‘ওয়ারফেজ’-এ গিটারবাদক হিসেবে। দুই বছর পর ‘ওয়ারফেজ’ ছেড়ে সুমন নিজের প্রথম একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’ প্রকাশ করেন এবং সে বছরই প্রতিষ্ঠা করেন ‘অর্থহীন’ ব্যান্ড। ২০১৩ সাল থেকে একাধিকবার ক্যানসারে আক্রান্ত হলেও গান ছাড়েননি আলোচিত গিটারিস্ট।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.