মানির মন্তব্যের কড়া জবাব দিল বিসিসিআই

ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে চলতি বছর আর এশিয়া কাপ হবে না। এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি। তাঁর এমন বক্তব্য পছন্দ হয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)।

মানির এমন মন্তব্যের জবাব দিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘মানির বক্তব্য পড়ে খুবই বিস্মিত হয়েছি। সৌরভ গাঙ্গুলির সঙ্গে আইসিসিরি সভায় তিনি দুই পক্ষের কাজ করে যাওয়ার কথা বলেছেন। তিনি ভদ্র মানুষ। করোনা সংকটের সময় শশাঙ্ক মনোহর এবং এহসান মানি মিলে সৌরভকে নানান বিষয়ে সহায়তাও করেছেন। তারপরে মানির মুখ থেকে এমন কথা অপরিণত শুনিয়েছে।’

শুধু এশিয়া কাপ নিয়ে নয়। ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের ক্রিকেটার, সাংবাদিক এবং দর্শকদের ভিসা জটিলতার সমাধান চেয়েও আইসিসির দৃষ্টি আকর্ষণ করেছিলেন মানি। সেই সঙ্গে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ কামনা করে এক মাসের মধ্যে ভারতের থেকে ভিসা জটিলতার সমাধান চেয়েছিলেন তিনি।

মানি এই বিষয়গুলোকে রাজনৈতিক বানিয়ে ফেলছেন মন্তব্য করে সেই বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘মানির কথা শুনে মনে হয়েছে, তিনি তার দলকে টুর্নামেন্টে থেকে বের করে নেওয়ার উপায় খুঁজছেন। তারা এটাকে রাজনৈতিক বিষয়ে পরিণত করতে চাইলে করতে পারে। এটা তাদের ইচ্ছা। তবে তাদের জানা দরকার যে, একটি দেশের ক্রিকেট বোর্ড কোন একটা বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আগেই নিশ্চয়তা দিয়ে দিতে পারে না।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.