লভ্যাংশ কমায় দর কমেছে ইউনিলিভারের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। আজ কোম্পানিটির দর ২৪৩ টাকা ৩০ পয়সা বা ৩০ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, ইউনিলিভার কনজিউমার কেয়ার ২০২০ সমাপ্ত হিসাব বছরে ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইউনিলিভারের মালিকানা বদলের আগে ২০১৯ সালে গ্লাক্সোস্মিথক্লাইন ৫৩০ নগদ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটি গত ৫ বছর ধরে ৫০০ থেকে ৫৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আর এ বছর লভ্যাংশ কমার কারণে শেয়ারটি বিনিয়োগকারীদের আস্থা হারিয়েছে বলে ধারনা করছে বিশ্লেষকরা।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ২ হাজার ৮৯৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৫৮০ বারে ১০ হাজার  ৮৯৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১৮ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যারামিট সিমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর ৯০ পয়সা বা ৩.৩৬ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ২০ পয়সা বা ৩.৫৭ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো  হচ্ছে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স ও ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.