রিয়াজুল রিজুর ‘২ ঘণ্টা ১০ মিনিট’

‘বাপজানের বায়োস্কোপ’ খ্যাত নির্মাতা রিয়াজুল রিজু। তার ক্যারিয়ারের প্রথম সিনেমাই এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন রিজু।

মুন্তাহিদুল লিটন পরিচালিত ‘২ ঘণ্টা ১০ মিনিট’ নামের সিনেমায় অভিনয় করবেন তিনি। একজন মানুষের মৃত্যুর আগের ২ ঘণ্টা ১০ মিনিটের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এটি। এতে আরও অভিনয় করবেন তানভীর তনু, মানষী প্রকৃতি।

রিয়াজুল রিজু বলেন, থিয়েটারে অভিনয়ের মাধ্যমে আমার মিডিয়ায় যাত্রা শুরু হলেও পরবর্তীতে নির্মাতা হিসেবেই পরিচিতি লাভ করি। তবে অভিনয়ের নেশা পিছু ছাড়েনি, তাই মাঝে মাঝেই অভিনয় করি। তবে এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি।

চলচ্চিত্রটির পরিচালককে ধন্যবাদ জানিয়ে রিজু বলেন, পরিচালককে ধন্যবাদ জানাই আমার অভিনীত প্রথম চলচ্চিত্রেই প্রধান চরিত্র দেওয়ার জন্য। চলচ্চিত্রটিতে মৃত্যুদূত, সৎ মানুষের প্রতিচ্ছবি হিসেবে আমি অভিনয় করব, এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আশা করছি ভালো কিছুই হবে।

শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে আছেন আমিনুল ইসলাম শাওন। এতে আরো অভিনয় করছেন প্রবীণ অভিনেতা ববি, জ্যাকি আলমগীর প্রমুখ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.