১৮ দিনে পৌনে ১১ হাজার কোটি টাকার রেমিটেন্স এসেছে

মহামারি করোনাকালে চলতি মাসেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনেই এক দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার বা ১০ হাজার ৭৬৫ কোটি টাকার (প্রতি ডলার ৮৪.৭৬ টাকা ধরে) বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

সংশ্লিষ্টরা মনে করেন, করোনাকালে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর পরিমাণ বেড়েছে। আবার বৈধভাবে টাকা পাঠালে প্রণোদনার হারও বাড়ানো হয়েছে, যা প্রবাসী শ্রমিকদের বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোয় উৎসাহ বাড়িয়েছে। এর ফলেই রেমিটেন্সের এমন ইতিবাচক ধারাবাহিকতা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে ২৯ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ লাখ মার্কিন ডলার। এছাড়া দুইটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে একটিতে এসেছে দুই কোটি ২২ লাখ মার্কিন ডলার।

এদিকে চলতি মাসের আলোচিত সময়ে মোট ৩৬ কোটি ৭১ লাখ ডলার রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যা সবচেয়ে বেশি। এরপর ডাচ-বাংলা ব্যাংকে ১৬ কোটি, অগ্রণী ব্যাংকে প্রায় ১৩ কোটি, সোনালী ব্যাংক ৮ কোটি এবং পূবালী ব্যাংকের মাধ্যমে দেশে ৪ কোটি ডলার রেমিটেন্স এসেছে। তবে চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিটেন্স পাঠাননি প্রবাসীরা।

অর্থসূচক/এনএইচ/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.