শচিন-রোহিতদের কাতারে পৃথ্বী

আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মটা ভালো যাচ্ছিলো না পৃথ্বী শর। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলেই বাদ পড়েছলেন এই ওপেনার। এরপর তাঁর ব্যাটিং ট্যাকনিক নিয়েও প্রশ্ন উঠেছিল। এবার সেই সমালোচনার জবাব ব্যাট হাতেই দিয়েছেন পৃথ্বী।

চলতি বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে দুইশো রানের ইনিংস খেলেছেন পৃথ্বী। যদিও এক জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন এই ওপেনার। অধিনায়ক হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনি।

বৃহস্পতিবার শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে মুম্বাই সিনিয়র দলকে নেতৃত্ব দিতে নেমেই এই মাইলফলক স্পর্শ করেছেন পৃথ্বী। তাঁর অপরাজিত ২২৭ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৫২ বলে খেলা তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩১ চার ও পাঁচ ছক্কায়। এমন ইনিংসে ভর করে তাঁর দল মুম্বাই ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৫৭ রানের ইনিংস খেলেছেন। তার আগে শচিন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সাওয়াল ডাবল সেঞ্চুরি করেছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.