আর মাত্র কয়েকটা দিন বাকি।সময়ের আড়ালে হারিয়ে যাবে আরও একটি বছর। এই স্থানে জায়গা করে নিবে ২০১৪, আরেকটি নতুন বছর। এরই মধ্যে ঘটে গেছে বিশ্বব্যাপী আলোচিত সব ঘটনা। প্রতি বছর শেষ হলে সাধারণ মানুষের কৌতূহল থাকে-এ বছরের সেরা ঘটনা কি কি, সেরা নায়ক কে কে, সেরা চলচ্চিত্রগুলো বা কী কী।
তারই প্রেক্ষিতে গার্ডিয়ানের দৃষ্টিতে এবার পাঠকদের চোখে ধরা পরেছে ২০১৩ সালের সেরা ১০ ছবি।
সেরা দশের মধ্যে রয়েছে
১০.জেফ নিকলের লেখা ও পরিচালনায় ‘মাড’,
৯.ক্যাট ব্লানচিটের এর ব্লু জেসমিন,
৮.অনলি গড ফরগিভ,
৭.দ্যা অ্যক্ট অব কিলিং,
৬.ডিজানগো আনচেইন্ড,
৫.লা গ্র্যান্দে বেলেজ্জার (দ্য গ্রেট বিউটি),
৪.ব্লু ইজ দা ওয়ার্মেস্ট কালার,
৩.দি প্লেস বিইয়ন্ড দ্যা পাইন,
২.রক এ্যান্ড রোলস গ্রেটেস্ট ফেইলার: অথওয়ে দা মুভি
এবং ১.গ্রাভিটি।