ব্লক মার্কেটে ৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ১৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১১ লাখ ৮৮ হাজার  ২৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা ব্রাক হাউজিং লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

রেনেটা ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রেকিট বেনকিজার ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই অ্যালুমিনয়াম, বিকন ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, হাইডেলবার্গ সিমেন্ট, মুন্নু অ্যাগ্রো, ওরিয়ন ইনফিউশন, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড, আরডি ফুড, রিপাবলিক ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও শাশা ডেনিমস লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.