শ্রীলঙ্কার ক্রিকেটে ফিরলেন টম মুডি

২০০৭ সালের পর আবারও শ্রীলঙ্কার ক্রিকেটে ফিরলেন টম মুডি। ক্রিকেট পরিচালক হিসেবে লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করে যাবেন তিনি। বছরে ১৮০ দিন কাজ করবেন এমন চুক্তিতেই দেশটির সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

ক্রিকেট পরিচালক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদের আওতায় থাকবেন কোচিং স্টাফ, ঘরোয়া টুর্নামেন্ট, উদীয়মান দল, বয়স ভিত্তিক দল, এবং ক্রিকেটারদের নূন্যতম ফিটনেস ইস্যু। এমনকি প্রধান কোচ মিকি আর্থার এবং হেড অফ কোচিং জেরমি জয়ারত্নেও মুডির আওতাধীন থাকবেন। আর মুডি সরাসরি এসএলসির ক্রিকেট কমিটির কাছে মুখাপেক্ষি থাকবেন।

শ্রীলঙ্কার সঙ্গে কাজ করলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোচিং করানো নিয়ে খুব বেশি ঝামেলায় পড়তে হবে না তাঁকে। কারণ লঙ্কানদের সঙ্গে ১৮০ দিনের চুক্তিতে কাজ করবেন অস্ট্রেলিয়ান সাবেক এই ক্রিকেটার। এর ফলে আইপিএলেও কোচিং করাতে বাধা থাকছে না তাঁর। বর্তমানে তিনি সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত আছেন।

শ্রীলঙ্কা ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল কোচ মুডি। ২০০৫ সালে প্রথবাবারের মতো ২ বছরের জন্য দেশটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। ২০০৭ বিশ্বকাপে তার অধীনেই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। এ ছাড়া মুডি কোচের দায়িত্ব পালন করা অবস্থায় ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মতো দলগুলোকে তাঁদের ঘরের মাঠে হারিয়েছিল শ্রীলঙ্কা। এমনকি ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে ওয়ানডেতে হোয়াইটওয়াশও করেছিল তাঁরা।

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.