ভাষা শহীদদের প্রতি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা

রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি, জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন। মহান শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। রক্তাক্ত সেই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)।

আজ (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। ফুল দেওয়া শেষে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সম্পাদক আল ইমরান, নাজমুল হুদা, মামুন সোহাগ, শাহাদাত হোসেন নিশাদ, রাব্বি হাসান, মেহেরুজ্জামান সেফু, নিফাত সুলতান, মাঈদুল ইসলাম প্রমুখ। এছাড়া সংগঠনটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.