ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ১৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৭ লাখ ৪ হাজার  ৬২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এস.এস স্টিল লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি ২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

স্কয়ার ফার্মা ১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, ইস্টার্ন ব্যাংক, খুলনা পাওয়ার, লংকাবাংলা ফিন্যান্স, লিগ্যাসি ফুটওয়ার, মীর আখতার হোসাইন, পাওয়ার গ্রীড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, সায়হাম কটন, সী পার্ল বীচ, এস.এস স্টিল ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.