নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ, খুন, গুম ও গণগ্রেপ্তার বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার দুপুরে শহরের ঘোষপাড়ায় অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মোকছেদুর রহমান, সংগঠনের নেতা আদম আলী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা নুরে আলম সিদ্দিকী ও হাফেজ মাওলানা মমিনুল ইসলাম, প্রমুখ।
বক্তারা আওয়ামীলীগ সরকারের পাতানো এক তরফা প্রহসনের নির্বাচন বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।
মানব বন্ধনে ইসলামী আন্দোলনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সাকি/