শুক্রবার সকালে ভৈরবে নেতানকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষিভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।
আজ সকাল সাড়ে ১১টার দিকে ভৈরব পৌরসভার সামনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাদদেশে গিয়ে সভা করে বিক্ষোভকারীরা। এ সময় সভায় বিএনপির আহ্বায়ক মো: রফিকুল ইসলাম ছাড়াও শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো: শরীফুল আলম সহ ১৫ নেতার বিরুদ্ধে রেলওয়ে পুলিশ ও স্থানীয় সংগ্রাম কমিটির সদস্য সচিব, পৌর সভার প্যানেল মেয়র আরিফুল ইসলাম সহ প্রায় ৩’শ নেতাকর্মীর বিরুদ্ধে থানা পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদ সহ অবিলম্বে সেগুলি প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচীর পাশাপাশি স্থানীয়ভাবে লাগাতার কর্মসূচি দিয়ে ভৈরবকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।