সৌদি বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা

ইয়েমেনের হুথিরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। গতকাল বুধবার হুথিরা এ হামলা চালায়।

সৌদি জোট হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, এতে একটি বিমানে আগুন ধরে যায়। এছাড়া সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াতে ক্ষতিগ্রস্ত বিমানের স্থির চিত্র প্রকাশ করা হয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, সৌদি আরবের বিমানবন্দরে চালানো ওই হামলায় চারটি ড্রোন অংশ নেয়। ইয়েমেন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি জোট নির্মমভাবে ইয়েমেনের সাধারণ জনগণের বিরুদ্ধে যে লাগাতার অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে।

এদিকে সৌদি জোট জানিয়েছে, তারা ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করেছে। তবে ইয়েমেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.