কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় যাত্রাবাহী মিনিবাসের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তাদের উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাংসংলগ্ন লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী পালকি পরিবহনের একটি মিনিবাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত এবং দুইজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদরে হাসপাতালে নিয়ে আসে। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়েছে বলে জানান।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.