ইসরাইলি দূতাবাসে বিস্ফোরণ, অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল

ভারতের রাজধানীর দিল্লিতে ইসরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফর বাতিল করেছেন। শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে অমিত শাহের পশ্চিমবঙ্গ রাজ্যে আসার কথা ছিল। সেই সফর আপাতত বাতিল করা হয়েছে।

ইজরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এই সিদ্ধান্ত বলে জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দিল্লিতে পরিবর্তিত পরিস্থিতির কারণে অমিত শাহ আসতে পারছেন না। তার সফর স্থগিত করা হয়েছে। সফর কবে হবে তার দিনক্ষণ পরে জানানো হবে।

দিলীপ আরও জানান, শনিবারের পশ্চিমবাঙ্গের অনুষ্ঠান স্থগিত করলেও রোবববার হাওড়ায় যোগদান কর্মসূচি এখনও বহাল রয়েছে।

অমিতের বদলে অন্য কোনও কেন্দ্রীয় নেতা ওই সভায় আসতে পারেন, কিন্তু কে আসবেন তা এখনও তাদের জানা নেই।

শনিবারের ওই সভায় রাজ্যের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, হাওড়ার সাবেক মেয়র রথীন চক্রবর্তীসহ কয়েকজনের বিজেপিতে যোগদানের কথা ছিল। তবে নিরাপত্তার কারণে শনিবার অনুষ্ঠেয় ঠাকুরনগরের ওই সভা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।

ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুক্রবার বিকালে এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত ইসরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে কেউ হতাহত হননি বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের এ ঘটনাকে জঙ্গি হামলা বলে সন্দেহ করছে দিল্লি পুলিশ। ঘটনার পরেই এলাকায় ছুটে যায় ফায়ার সার্ভিস। বিস্ফোরণের পরপরই দিল্লি পুলিশের ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.