চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ

পদ্মা ও মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে শীতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শতশত যাত্রীদের।

আজ (২৯ জানুয়ারি) ভোর ৪টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই পাড়ে শতশত যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর-শরীয়তপুর নৌপথের ফেরিঘাট ইনচার্জ ফয়সাল আলম চৌধুরী জানান, ভোরে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে আজ ভোর ৪টা থেকে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশা কিছুটা কেটে গেলে আবারো ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। এই নৌপথে প্রতিদিন পাঁচটি ফেরি চলাচল করে।

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.