শ্রীলঙ্কার প্রধান নির্বাচকের পদত্যাগ

দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে বাজে পারফরম্যান্সের পর শ্রীলঙ্কার প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অশান্থা ডি মেল। ২০১৮ সালে ডি মেল শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নেন। সেই সঙ্গে দলটির টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সাবেক এই লঙ্কান ক্রিকেটার বলেন, ‘দুই দায়িত্ব থেকেই পদত্যাগ করার পরিকল্পনা করছিলাম। তাই আমি ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম।…আমার মনে হয়েছে, সরে দাঁড়ানোর এটাই সময়। দুই বছর ধরে দায়িত্ব পালন করছি।’

তাঁর পদত্যাগের পরই দলটির নতুন ম্যানেজার হিসেবে জেরোমি জয়ারত্নেকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ম্যানেজার হিসেবে নতুন হলেও শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে নতুন নয় জয়ারত্নে। ২০১৫-১৬ সালে লঙ্কান দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে প্রধান নির্বাচক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে তা এখনও নিশ্চিত হয়নি।

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.