উত্থানে ফিরেছে সূচক, লেনদেন নেমেছে হাজার কোটির নিচে

আগের দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে বুধবার কিছুটা উত্থানে ফিরেছে মূল্য সূচক। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ টাকার অংকে লেনদেনের পরিমাণ কমে হাজার কোটির নিচে অবস্থান করছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে ৯০৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে আগের দিন থেকে ২১৯ কোটি ৫৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক  হাজার ১২৫ কোটি ৪৫ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, দর কমেছে ১২৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৬ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৫৭৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, দর কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.