টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন রুট!

গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮৬ আরেকটি ইনিংস খেলেছেন জো রুট। আর তাতেই রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের এই অধিনায়ক।

টেস্ট ক্যারিয়ারে এটি রুটের ১৯তম সেঞ্চুরি। এই ইনিংস খেলার পথে জিওফ বয়কট, কেভিন পিটারসেন ও ডেভিড গাওয়ারকে ছাড়িয়ে গেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্যে তিনি এখন চতুর্থ। রুটের উপরে কেবল অ্যালেক স্টুয়ার্ট, গ্রাহাম গুচ এবং অ্যালিস্টার কুক।

‘দ্য এজে’ নিজের লেখা এক প্রতিবেদনে ইংল্যান্ড দলের কিংবদন্তি ওপেনার বয়কট লিখেছেন, ‘ডেভিড গওয়ার, কেভিন পিটারসেন এবং আমার চেয়ে বেশি টেস্ট রান করেছে এ কথা ভুলে যান। জো রুটের ২০০ টেস্ট খেলার সামর্থ্য আছে এবং এমনকি শচীন টেন্ডুলকারের চেয়েও বেশি রান করার সুযোগ রয়েছে তার।’

রুটের বয়স মাত্র ৩০। এরই মধ্যে ক্যারিয়ারে চারটি ডাবল সেঞ্চুরির সঙ্গে ১৯টি সেঞ্চুরি রয়েছে রুটের নামের পাশে। একমাত্র ইংলিশ অধিনায়ক হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও গড়েছেন তিনি। এমন পারফরম্যান্স দেখে ইংলিশ এই অধিনায়ক বলেন, ‘রুটের বয়স মাত্র ৩০, সে ৯৯ টেস্ট খেলে ফেলেছে এবং ৮ হাজার ২৪৯ রান করেছে ইতোমধ্যে। তার যদি বড় ধরনের কোনো ইনজুরি না হয় তবে টেন্ডুলকারের সর্বকালের রেকর্ড ১৫ হাজার ৯২১ রান ছাড়িয়ে না যাওয়ার কোনো কারণ নেই।’

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.