এবার নির্বাচনের মাঠে হিরো আলম

নিজের করা মিউজিক ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন হিরো আলম। এরপর জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েও সংবাদ শিরোনামে আসেন তিনি। এবার আবারও নির্বাচনের মাঠে এই অভিনেতা। তবে নিজে নির্বাচনে লড়ছেন না।

ফেনীর পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মনোনীত মেয়র প্রার্থী তরিকুল ইসলাম তারেকের পক্ষে প্রচার করছেন হিরো আলম। তরিকুল ইসলাম সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ (২৫ জানুয়ারি) দুপুরে শহরের এসএসকে সড়কে সিংহ প্রতীকের পক্ষে প্রচারণা চালান হিরো আলম।

বিষয়টি নিশ্চিত করে হিরো আলম নিজেই বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছি। তারেক ভাইয়ের প্রতীকও সিংহ। তিনি আমার বন্ধু। ফেনী পৌরসভাবাসী তারেক ভাইয়ের পাশে থাকবেন। আমি তার প্রচারণায় এসে গর্বিত। আমি সিংহ প্রতীকের জন্য ভোট চাইছি।

সর্বশেষ গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে সমালোচনার মুখে পড়েন হিরো আলম। এর আগে ‘সাহসী হিরো আলম’ নামের সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করেন তিনি।

 

অর্থসূচক/এএ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.