জো রুট ‘ওয়ান ইন এ মিলিয়ন’

২০২০ সাল ভুলে যেতে চাইবেন জো রুট। ৮ টেস্টে ৪টি হাফ সেঞ্চুরি হাঁকালেও নেই কোনো সেঞ্চুরি। সেই রুটই যেন ২০২১ সালে ২২ গজে ক্ষোভ ঝাড়ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে একটি ডাবল সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরির মালিক এই ব্যাটসম্যান। এ পর্যন্ত ক্যারিয়ারে চারটি ডাবল সেঞ্চুরির সঙ্গে ১৯টি সেঞ্চুরি রয়েছে রুটের নামের পাশে। একমাত্র ইংলিশ অধিনায়ক হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও গড়েছেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছেন ১৮৬। এমন পারফরম্যান্স দেখে ইংলিশ এই অধিনায়ককে ‘ওয়ান ইন এ মিলিয়ন’ বলতে কার্পণ্য করেননি তারই স্বদেশী নাসের হোসাইন।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় গত কয়েক সপ্তাহে জো রুট আমাদের ইংলিশ ক্রিকেটের একজন রাষ্ট্রদূতই নয়, সে পুরো দেশের জন্য কতটা গর্বের তা স্মরণ করে দিয়েছে। সিরিজ শুরুর আগে আমি আমার সর্বকালের সেরা ইংল্যান্ড একাদশে তাকে ৪ নম্বরে রেখেছিলাম। দুবারই টস হেরে গলের মতো টার্নিং উইকেটে শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে ২২৮ এবং ১৮৬ রান করেছেন।’

নাসের হোসাইন বলেন, সর্বোপরি সে এদেশের তৈরি করা অন্যতম সেরা খেলোয়াড়। শুধু তাই নয় সে ইংল্যান্ডের সর্বকালের সেরাদের তালিকায় উঠে এসেছে। ১৮৬ রানের সুবাদে সে জেফরি বয়কট, কেভিন পিটারসেন এবং ডেভিড গভারকে ছাড়িয়ে গেছে। এটা সত্য যে মাঠের ভিতরে এবং বাইরে সে ইংলিশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। গর্ব করে বলতেই হয় সে ওয়ান ইন এ মিলিয়ন।

রুটের অধিনায়কত্ব নিয়ে সকলের সমালোচনারও কড়া জবাব দিয়েছেন নাসের। অনেকেই মনে করেছিলেন অধিনায়কত্ব ইংলিশ দলপতির ব্যাটিংয়ে প্রভাব ফেলবে। কিন্তু তিনি ঠিকই দলকে সফলভাবে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ইতোমধ্যে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ইংলিশ এই সাবেক ক্রিকেটার আরও বলেন, ‘লোকেরা উদ্বিগ্ন ছিল যে অধিনায়কত্ব তার ব্যাটিংয়ে প্রভাবিত করছে। তবে গত কয়েকটি ইনিংস এটাই প্রমাণ করে যে অধিনায়কত্ব রুটকে সতেজ রেখেছে। আপনার খেলাটি বিবেচনার জন্য যদি আপনার কাছে পর্যাপ্ত সময় থাকে তবে এর অর্থ হলো প্রতিবার আপনি যখন ব্যাট করতে নামবেন তখন আপনার মস্তিষ্ক গুলিয়ে ফেলবে না। আপনি তখন স্ফটিক স্বচ্ছতার মতো জিনিসগুলি দেখতে পাবেন এবং ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে এখন এটিই ঘটছে।’

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.