পিপলস লিজিংয়ের ঋণ খেলাপীদের তলব করেছে হাইকোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ঋণ খেলাপী গ্রাহকদের তলব করেছে হাইকোর্ট। প্রতিষ্ঠানটি থেকে থেকে ৫ লাখ টাকার বেশি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়েছেন, এমন ২৮০ জনকে তলব করা হয়েছে।

হাইকোর্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ২৩ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারক মোহাম্মদ খুরশীদ আলম সরকার।

অবসায়ন প্রক্রিয়ার মধ্যে থাকা পিপলস লিজিংয়ের সাময়িক অবাসায়ক (প্রবেশনাল লিক্যুডেটর) মো. আসাদুজ্জামান খানের দেওয়া এ সংক্রান্ত তালিকা দেখে বৃহস্পতিবার এই আদেশ দেওয়া হয়।

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার কোটি টাকা লোপাটকারী প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) লুটতরাজের শিকার পিপলস লিজিং অবসায়নের অপেক্ষায় আছে।

এদিকে অবসায়নজনিত জটিলতায় পুঁজিবাজারেও বন্ধ আছে পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন। সর্বশেষ গত ১১ জানুয়ারি আরও ১৫ দিনের জন্য লেনদেন স্থগিত করে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.