ঘরের মাঠে সাকিবের ১৫০

প্রথম বাংলাদেশি হিসেবে দেশের মাটিতে ১৫০ উইকেট শিকারের কীর্তি গড়লেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করে এই রেকর্ড গড়েন তিনি। এছাড়াও আরো একটি রেকর্ড গড়েছেন সাকিব।

দেশের মাটিতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ইনিংসে বল করার কীর্তি গড়েছেন এই বাঁহাতি স্পিনার। শুধু তাই নয় আরো একটি মাইলফলকের সামনে দাড়িয়ে তিনি। আর মাত্র ৩টি উইকেট পেলেই স্বীকৃত ক্রিকেটে ১০০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা কাটিয়ে এটাই সাকিবের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুসকে টপকে সাকিব এখন নির্দিষ্ট এক ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও।

সবার প্রথমে আছেন ওয়াকারের সতীর্থ ওয়াসিম আকরাম। শরজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১২২ উইকেট নিয়েছিলেন তিনি। একই স্টেডিয়ামে ওয়াকার নিয়েছিলেন ১১৪টি উইকেট। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের উইকেট সংখ্যা ১১৬টি।

 

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.