ক্যারিবীয় দূর্গে মুস্তাফিজের জোড়া আঘাত

বাংলাদেশ সফরে আসেনি ওয়েস্ট ইন্ডিজের একাধিক নিয়মিত ক্রিকেটার। অনেকটা অনভিজ্ঞ দল নিয়েই ওয়ানডে সিরিজে লড়ছে ক্যারিবিয়ানরা। যদিও ক্রিকেট মাঠে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কিন্তু প্রথম ওয়ানডেতে প্রতিপক্ষ শিবিরে শুরুতেই জোড়া আঘাত হেনে বাংলাদেশকে শুভসূচনা এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু সেই সঙ্গে ফিরে এসেছিল বৃষ্টিও। যেকারণে খেলা বন্ধ ছিল প্রায় ৪৫ মিনিট।

বৃষ্টি বাধার পর খেলা শুরু হলে লিটন দাসের অসাধারণ ক্যাচে প্যাভিলিয়নে ফিরেছেন জশুয়া ডি সিলভা। এর আগে ফিরে গেছেন সুনীল অ্যামব্রিসও। দুজনের উইকেটই নিয়েছেন মুস্তাফিজ। আনুষ্ঠানিক অধিনায়কত্বের যাত্রায় টস ভাগ্যটা গিয়েছিল তামিম ইকবালের পক্ষে। মেঘলা আবহাওয়ার কারণে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে সময় নেননি ওয়ানডে অধিনায়ক।

স্কোরবোর্ডে ৯ রান যোগ করতেই প্রথম উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা। মুস্তাফিজুর রহমানের ভেতরে আসা ফুলার লেন্থের বলে লেগ বিফরের ফাঁদে পরেন সুনীল অ্যামব্রিস। ৭ রানে ফিরে যান এই ওপেনার। আপাতত ক্রিজে আছেন জশুয়া ডি সিলভা এবং আন্ড্রি ম্যাকার্থি।

২২ ওভারে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৭৩ রান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.