বোনাসের পরিবর্তে নগদ লভ্যাংশ দিবে কেয়া কসমেটিকস

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি “কেয়া কসমেটিকস লিমিটেড” বোনাস লভ্যাংশ দেয়ার পরিবর্তে নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির ২ শতাংশ লভ্যাংশ দেয়ার কথা থাকলেও তার পরিবর্তে ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩০ জুন ২০২০ তারিখে অনুষ্ঠিত সভায় কেয়া কসমেটিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি । আজ ১৯ জানুয়ারি ২০২১ (মঙ্গলবার) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অংশ নেয়া শেয়ারহোল্ডারদের দাবীর প্রেক্ষিতে ২ শতাংশ লভ্যাংশের পরিবর্তে ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। এ সিদ্ধান্ত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে পাশ হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.