সার্জেন্টকে বেদম পিটিয়ে হাত ভেঙে পালালো দুই যুবক

রাজশাহী রাজপাড়া থানার বহরমপুর এলাকার ঐতিহ্য চত্বরে তল্লাশিচৌকিতে মোটরসাইকেলের কাগজ চাওয়ায় পুলিশের সার্জেন্টকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন দুই যুবক।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে এ ঘটনা ঘটে। আহত ট্রাফিক সার্জেন্টের নাম বিপুল কুমার। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সার্জেন্টের দুই হাতে জখম হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তিনি। রামেক হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন। ঘটনার পরই তাকে দেখতে হাসপাতালে যান রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, সার্জেন্ট বিপুল ভট্টাচার্য মোটরসাইকেলের কাগজপত্র চাইলে দুই যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই যুবকের মধ্যে একজন প্রথমে সার্জেন্ট বিপুলের ওপর হামলা চালান। মোটরসাইকেল জব্দ করা হলেও দুই যুবককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশ মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করার সময় এক যুবক রাস্তার পাশ থেকে কাঠের টুকরো দিয়ে সার্জেন্টকে মারতে যান। একপর্যায়ে তারা তাকে কাঠের টুকরো দিয়ে আঘাত করেন। লোকজন জড়ো হওয়ার আগেই দুই যুবক পালিয়ে যান।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সার্জেন্ট বিপুলের দুই হাতে জখম হয়েছে। শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার বিষয়ে আপাতত বিস্তারিত কিছু জানি না। একটু সুস্থ হলে সার্জেন্টের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.