১৫ কর্মদিবস পর রবির দরপতন

পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের টানা ১৫ কর্মদিবস উত্থানের পর রোববার দরপতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৭.৯৯ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৪ হাজার ১৮৩ বারে ৩ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৬২৩টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ২৮১ কোটি ২৭ লাখ টাকা।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর পুঁজিবাজারে রবি ১০ টাকায় লেনদেন শুরু করে। প্রথমদিন শেয়ারটির দর ৫ টাকা বা ৫০ শতাংশ বাড়ে। আর শেয়ারটি লেনদেনের শুরু থেকেই হল্টেড হয়ে আসছিল এবং টানা দর বাড়ছিল।

গত ৪ জানুয়ারি শেয়ারটির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

এরপরেও শেয়ারটি লাগামহীন দর বাড়ার কারণ তদন্ত করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ১২ জানুয়ারি নির্দেশ দেয়। তবে রবিসহ বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে বিএসইসি তদন্তের নির্দেশনা দেওয়ায় বুধবার পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়।এতে বৃহস্পতিবার বিএসইসি কোম্পানিগিুলোর শেয়ার তদন্ত সাময়িক স্থগিত করে।

রবির আজিয়াটা লিমিটেডের ‍পুঁজিবাজারে মোট ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৩৫টি শেয়ার আছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা এবং অনুমোদিত মূলধন ৬ হাজার কোটি টাকা।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.