পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকরা।

শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া বিআইডিব্লিউটিসি কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, শনিবার রাত একটার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে ওই সময় থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে আজ ভোর পৌনে ৫টার দিকে ফেরি চলাচল শুরু হলে সকাল ৭টার দিকে আবারও কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.