মাহমুদউল্লাহই জেতালেন মাহমুদউল্লাহদের, ব্যর্থ সাকিব

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের জয়রথ যেন থামছেই না। করোনা প্রাদুর্ভাবের মাঝে দেশের ক্রিকেট শুরু হওয়ার পর দুটি টুর্নামেন্টেই শিরোপা জয়ী অধিনায়ক ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এবার আন্তর্জাতিক সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়ল মাহমুদউল্লাহর একাদশ।

উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে সাকিব-মাহমুদউল্লাহর দল। তামিম একাদশের ছুঁড়ে দেয়া ১৬২ রানের লক্ষ্য ৩৬.৫ ওভারেই ছুঁয়ে ফেলে দলটি। ৪০ ওভারের ম্যাচে ১৯ বল হাতে রেখেই মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ একাদশ।

বিকেএসপিতে এদিন দল জিতলেও রান খরা কাটাতে পারেননি সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরলেও বড় স্কোর করতে পারেননি এই অলরাউন্ডার। এবার প্রস্তুতি ম্যাচেও হাসলো না সাকিবের ব্যাট। দুর্ভাগ্যজনক রান আউটে মাত্র ৯ রানে প্যাভিলিয়নে ফেরেন এই অলরাউন্ডার। তবে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেছেন মাহমুদউল্লাহ। ৬৪ বলে ৪ বাউন্ডারির সাহায্যে ৫১ রানে অপরাজিত ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক।

অন্যদিকে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে বেক্সিমকো ঢাকার হয়ে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান নাঈম শেখও এদিন রান পেয়েছেন। ৫২ বলে ৪৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেও ৭টি চার মেরেছেন তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যানের উইকেটটি নেন সাইফউদ্দিন। মুশফিকুর রহিম ৪ এ নেমে করেছেন ২৮ রান। ফিরেছেন শেখ মেহেদির বলে নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে। ইয়াসির আলী এবং মোসাদ্দেক হোসেন ব্যাটিংয়ের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। মেহেদি হাসান মিরাজ অপরাজিত ছিলেন ১৩ রানে।

একটি করে উইকেট নেন সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ এবং শেখ মেহেদি হাসান। এর আগে প্রথমে ব্যাট করতে হাসান মাহমুদের আগুনে বোলিংয়ে মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় তামিম একাদশ। সর্বোচ্চ ৩৫ রান করেন আফিফ হোসেন। হাসান ২১ রান দিয়ে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন শরিফুল এবং আল আমিন।

সংক্ষিপ্ত স্কোর:
তামিম একাদশ: ৩৭.২ ওভারে ১৬১ অল আউট (তামিম ২৮, লিটন ২, শান্ত ২৭, মিঠুন ১৬, সৌম্য ২৪, আফিফ ৩৫, শেখ মেহেদি ১, সাইফউদ্দিন ৭*, নাসুম ২, রুবেল ০, মুস্তাফিজ ৯) (হাসান ৪/২১, শরিফুল ২/২৭, আল আমিন ২/৩২)

মাহমুদউল্লাহ একাদশ: ৩৬.৫ অভারে ১৬২/৫ (নাঈম ৪৩, ইয়াসির ২, সাকিব ৯, মুশফিক ২৮, মাহমুদউল্লাহ ৫১, মোসাদ্দেক ৩, মিরাজ ১৩) (সাইফ ১/২৯, নাসুম ১/২৯, মুস্তাফিজুর ১/৩৮, শেখ মেহেদি ১/১৬)

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.